প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি; কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি।পরাজয়ের গ্লানি ভুলে বর্তমানে মাহি পরিবার ও নিজেকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
এবার একমাত্র ছেলে ফারিশের কারণে কষ্টের অনুভূতি জানালেন মাহি। ছেলের জন্য কলিজা ফেটে যাচ্ছে মাহিয়া মাহির। কিছুতেই যেন সহ্য করতে পারছেন না। তাই তো সামাজিক মাধ্যমে দোয়া চাইলেন ভক্তদের কাছে।
সামাজিক মাধ্যমে মাহি লিখেছেন, ‘ইদানিং আমার ফারিশ শুধু ব্যথা পাচ্ছে। সেদিন হাত পুড়িয়েছে, আজকে চোখে বাড়ি খেয়েছে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই আমার সোলমেটের জন্য দোয়া করবেন।’ শেষে বেশ কিছু কান্নার ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।