দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে অংশগ্রহণ করেছেন হিরো আলম।
গতবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ৮৩৪ ভোটে হেরেছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
তবে এবার সব প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হিরো আলম।
হিরো আলম বলেন,যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, তবে আমার জয় নিশ্চিত। আপনারা জানেন, গত নির্বাচন আমার পক্ষে জনগণ ভোট দিয়েছে। সেবার অল্পের জন্য বিজয়ী হতে পারিনি। আশা করি, এইবার সবাই আমার পক্ষেই ভোট দেবেন। কারন এবার আমাকে নিয়ে তাদের আস্থা ও বিশ্বাসের জায়গাটা আরও দৃঢ় হয়েছে।’
হিরো আলম আরো বলেন, ‘সব কিছু আপাতত ঠিক আছে। সব কেন্দ্রে আমার এজেন্ট থাকছে। নির্বাচনী প্রচারণাতেও কোনো ঝামেলা হয়নি। আশা করি, এবার সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’