নতুন করে দলের দায়িত্ব আর সেটি সুখ স্মৃতি করার জন্য লিটনের জন্য এরচেয়ে বড় মঞ্চ আর কি হতে পারে! দূর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। জয় পাবে টাইগাররা সেটাও অনুমেয় হলেও তাই। ২৭ রানে আমিরাতকে হারিয়ে সিরিজে এগিয়ে রইলো বাংলাদেশ। এরপরেও আক্ষেপের সুর নতুন দায়িত্ব পাওয়া লিটনের কন্ঠে।
ম্যাচ শেষে ইমনের প্রশংসা করে লিটন বলেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ইমন দারুণ খেলেছে, ওর ইনিংসটা উপভোগ করার মতো।
তবে জয়ের আনন্দের মাঝেও লিটনের কণ্ঠে ছিল কিছুটা আক্ষেপ। শেষ তিন ওভারে কাঙ্ক্ষিত রান তুলতে না পারায় খানিকটা হতাশাও প্রকাশ করেন তিনি।
শেষ তিন ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি, স্কোরটা আরো বড় হতে পারত।’
তবে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট লিটন। ‘আমার বোলারদের সামর্থ্য নিয়ে আমার পূর্ণ আস্থা ছিল, তারা সেটা প্রমাণ করেছে। ওরা দারুণ বোলিং করেছে।
সংযুক্ত আরব আমিরাতের খেলাতেও প্রশংসা ঝরেছে লিটনের মুখে। ‘সংযুক্ত আরব আমিরাতকে কৃতিত্ব দিতেই হয়, তারা মাঝের ওভারগুলোতে যেভাবে ব্যাট করেছে তা প্রশংসনীয়। চাপের মধ্যে থেকেও তাদের শান্তভাব ছিল চোখে পড়ার মতো।’
শেষে দলের প্রতি এবং মাঠে থাকা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিটন বলেন, ‘আমাদের সমর্থন সবসময়ই দারুণ। মাঠে ও মাঠের বাইরে সবাই যেভাবে পাশে থাকে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।