বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান, যিনি দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা, এবার হয়তো সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চলেছেন। তার শেষ সিনেমা ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’, যা বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। সিনেমাটির ব্যর্থতার পর আমির খান কিছুদিনের জন্য বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সম্প্রতি, সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার প্রযোজনায় দেখা গেছে আমিরকে। তবে এরই মধ্যে আবারও গুঞ্জন উঠেছে যে, আমির খান হয়তো সত্যি সত্যিই সিনেমা থেকে বিদায় নিতে পারেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা।
এই গুঞ্জনের পেছনের কারণ আমির খানের একটি মন্তব্য, যা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে উঠে এসেছে। পডকাস্টের এক ঝলক ভিডিওতে আমিরকে বলতে শোনা যায়, “সিনেমা থেকে আমাকে সরতে হবে।” এতে রিয়া অবাক হয়ে বলেন, “মিথ্যে বলছেন।” উত্তরে আমির বলেন, “আমি সত্যি বলছি।”
এছাড়া, পডকাস্টে আমির খান আরও বলেছেন, “আমি ম্যাজিকের উপর বিশ্বাস করি, পারফেকশনের উপর নয়।” এতে তিনি নিজের নানা অজানা বিষয়ও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রামে পডকাস্টের এই ঝলক শেয়ার করেছেন এবং জানিয়েছেন, ২৩ আগস্ট শুক্রবার এই পডকাস্টটি প্রচারিত হবে। এতে আমির খানের বক্তব্যের সত্যতা নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এমএ//