নিজেকে জয় বাংলার লোক বলে পরিচয় দিয়েছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর। বুধবার (১০ জানুয়ারি) শপথ শেষে শাহজাহান ওমর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এই দাবি করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। নেত্রী আমাকে ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম শাহজাহান ওমর ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পান এক হাজার ৬২৪ ভোট।