পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘টেক্কা’র টিজার প্রকাশিত হয়েছে, যেখানে দেব এবং রুক্মিনী মৈত্র অভিনীত চরিত্রের ঝলক দেখা গেছে। তবে বিশেষভাবে নজর কেড়েছেন স্বস্তিকা মুখার্জী, যিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
টিজার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বস্তিকা এবং সৃজিত। সংবাদ সম্মেলনে স্বস্তিকা বলেন, “এই ছবিতে আবারও আমাকে ‘মা’ বানিয়েছে সৃজিত। যখন সৃজিত চিত্রনাট্য নিয়ে আমার কাছে আসে, আমি প্রথমে বলেছিলাম এ বছর অনেক মায়ের চরিত্রে কাজ করেছি, আর করতে চাই না। কিন্তু সৃজিতের সিনেমা বলে কথা এবং গল্পটাও অসাধারণ, তাই না বলতে পারিনি। যদি এই সিনেমাকে সৃজিতের সন্তান মনে করি, তাহলে বলব—আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা।”
স্বস্তিকার অভিনীত চরিত্রটি একটি লড়াকু মায়ের, যার মধ্যে পৃথিবীর সব মায়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তিনি আরও বলেন, “এই চরিত্রটি একেবারেই ভিন্নধর্মী। সৃজিত দারুণভাবে আমার চরিত্রটি তৈরি করেছে, আশা করছি দর্শকরা ভালোবাসবে।”