বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। অনেক শিক্ষার্থী এই আন্দোলনের পরে দেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন। তাদের এই সংগ্রাম নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন অভিনেত্রী সাফা কবির।
তিনি বলেন, “ফ্যান ছাড়া রোদে শুটিং করি, তাই আমরা বুঝতে পারি রোদে শিক্ষার্থীদের ট্রাফিক সামলানোর কষ্টটা কতটা কঠিন।”
শিক্ষার্থীদের পাশে শুরু থেকেই ছিলেন সাফা কবির। তাদের প্রশংসা করে তিনি বলেন, “দেশটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও নিজেদের পরিবর্তন করতে হবে। আমরা সবসময় অন্যের ভুল ধরার সুযোগ খুঁজি, কিন্তু আমাদের ধ্যানধারণায় পরিবর্তন আনতে হবে।”
আন্দোলনে অংশ নেওয়া নিয়ে সাফা আরও বলেন, “আমি যে আন্দোলনে গিয়েছি, আম্মু-আব্বু সেটা জানতই না। একদমই না। বাবা সবসময় বলতেন, দরজা-জানালা বন্ধ করে রাখতে। কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারিনি। কারণ, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ১৯ জুলাই যখন আমি বাইরে যাই, তখন মা-বাবা ভেবেছিলেন আমি ঘুমাচ্ছি।”
এমএ//