বয়স ৫০ ছুঁয়ে ফেললেও এখনও আঠারোর তরুণীদের টেক্কা দেন মালাইকা আরোরা। বিশেষ করে আইটেম গানে ‘সুপারহিট’ তকমাও পেয়েছেন এই তারকা।
মালাইকার রূপের প্রশংসা হলেও তার হাঁটাচলার ধরণ নিয়ে সমালোচনা হয় অন্তরালে। নেটিজেনরা অভিনেত্রীর এই হাঁটার ধরণের নাম দিয়েছেন ‘ডাক ওয়াক’।
বয়সে ছোট অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়েও কম কটাক্ষের শিকার হতে হয়নি তাকে। কিন্তু এসব কোনো কিছুই অভিনেত্রীকে দমিয়ে রাখতে পারেনি।
করণ জোহরের একটি শো’তে মালাইকা সরাসরিই জানিয়েছিলেন, এসব দেখার কিংবা ভাবার সময় নেই। তার ভাষায়, এসব নিয়ে কখনও খারাপ কিংবা ভালো লাগা কাজ করে না। একপ্রকার গর্ব করেই তিনি বলেন, হ্যাঁ, আমি হাসের মতো হাঁটি।