বাংলাদেশ খেলার আশা বাঁচিয়ে রাখলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ৮৪ রানে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল এই টাইগাররা। তবে ৬ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচের দ্বারা টুর্নামেন্টে টিকে থাকলো লাল-সবুজের এই দল।
ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবারা। বাংলাদেশ ব্যাট করতে নামে ২৩৬ রানের টার্গেট নিয়ে।
৯০ রান সংগ্রহ করেন ওপেনার আশিকুর শিবলি ও আদিল বিন সিদ্দিক। শেষ পর্যন্ত ১৯ বল হাতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।