আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করার পরিকল্পনা করছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন, যিনি হিরো আলম নামে পরিচিত। তিনি জানিয়েছেন, আরাফাতকে আটক করায় গুলশান থানায় মিষ্টি নিয়ে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ইত্তেফাক ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম। উল্লেখ্য, হিরো আলম ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনের দিন দুর্বৃত্তরা হিরো আলমকে আক্রমণ করেছিল, যার জন্য তিনি আরাফাতের সমর্থকদের দায়ী করেন।
হিরো আলম বলেন, ‘আপনারা জানেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে হত্যার চেষ্টা করেছিল। দায়িত্বরত পুলিশও আমাকে সাহায্য করেনি। কোনোমতে আমি প্রাণে বেঁচে ফিরেছিলাম।’
মিষ্টি নিয়ে থানায় যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমি জেনেছি তিনি গুলশান থানায় আছেন। তাই থানার সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয়।’
এছাড়া, তিনি জানিয়েছেন আগামীকাল (বুধবার) কোর্টে গিয়ে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে মামলা করবেন।
এমএ//