আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও আবদেলমাদজিদ তেবউন জয়ী হয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) আলজেরিয়ার জাতীয় স্বাধীন নির্বাচন কর্তৃপক্ষের (এএনআইই) বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নির্বাচনের ফল নিয়ে আলজিয়ার্সে এএনআইইয়ের প্রধান মোহাম্মদ সারফি বলেন:
“প্রেসিডেন্ট নির্বাচনে দেশের ৫৬ লাখ ৩০ হাজার নাগরিক ভোট দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তেবউন একাই ৫৩ লাখ ২০ হাজার ভোট পেয়েছেন। শতকরা হিসাবে এ সংখ্যা ৯৪.৬৫। এ ছাড়া, রক্ষণশীল নেতা হাসানি সেরিফ ৩ শতাংশ ভোট পেয়েছেন। আর সমাজতন্ত্রপন্থী রাজনীতিবিদ ইউসেফ আউসিসের ঝুলিতে পড়েছে ২ দশমিক ১ শতাংশ ভোট।”
নির্বাচনে স্বচ্ছতা এবং সকল প্রার্থীর মধ্যে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিতে এএনআইই কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে হাসানি সেরিফ এবং তাঁর সমর্থকদের দাবি, সেনাসমর্থিত বর্তমান তেবউন প্রশাসন নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের ফল প্রকাশের বিষয়ে চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি, তাদের প্রার্থীর প্রতিনিধিদের ভোটের প্রয়োজনীয় তথ্য দিতে এএনআইই অসহযোগিতা করেছে বলেও অভিযোগ করেন তাঁরা।
প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী আবদেলমাজদিদ তেবউন ২০১৯ সালে আলজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আফ্রিকার বৃহত্তম দেশটিতে বর্ধিত জ্বালানি করকেন্দ্রিক বিপুল সামাজিক ব্যয় সংশ্লিষ্ট এক বিশেষ কর্মসূচি পরিচালনা করছেন তিনি। এ ছাড়া, প্রেসিডেন্ট পদে প্রথম মেয়াদেই বেকার নাগরিকদের জন্য সুযোগ-সুবিধা, ভাতা ও সরকারি গৃহায়ণ কর্মসূচি বৃদ্ধিতেও কাজ করেন তেবউন।
তবে প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যা সংবলিত দেশটির রাজনীতিতে বহু বছর ধরে সেনাবাহিনীর প্রভাব অক্ষুণ্ণ থাকায় তরুণ প্রজন্মের অনেকে অসন্তুষ্ট রয়েছেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
আরএস