গত সাত দিন আগেও আলুর দাম ছিল ৬০-৬৫ টাকা। কিন্তু এখন ক্রেতাকে প্রতিকেজি আলু কিনতে হচ্ছে ৭৫ টাকায়। এক লাফে দাম বেড়েছে কেজিপ্রতি ১০-১৫ টাকা। হঠাৎ কেন আলুর দাম বাড়ল এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা।
সবার ধারণা ছিল নির্বাচনের আগে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সহনীয় রাখবে সরকার। ডিমের দাম কমানোর মধ্য দিয়ে সে ধরনের আলামতও লক্ষ করা গিয়েছিল। কিন্তু সিন্ডিকেট এত শক্তিশালী যে, ডিমের বাজারের ওপর কয়েকদিন নিয়ন্ত্রণ থাকলেও তার ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি।
এমন এক বাস্তবতায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। কারসাজি করে বাড়াচ্ছে সব পণ্যের দাম। সরবরাহ ঠিক থাকলেও হালিপ্রতি (৪ পিস) ডিমের দামও বেড়েছে ৩-৫ টাকা। পাশাপাশি দেশি পেঁয়াজ বাজারে এলেও ভারত রপ্তানি বন্ধের অজুহাতে পণ্যটি এখনো উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। ক্রেতার সঙ্গে ব্যবসায়ীদের প্রতারণার যেন আর শেষ নেই।