কোটা আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। রাস্তায় নেমেছে লাখ লাখ শিক্ষার্থীর। এদিকে কোটা আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী এক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, “ইয়া আল্লাহ, তুমি যুদ্ধে আমার নবীকে যেভাবে সাহায্য করেছ! সেভাবে আমাদের ভাইগুলোকে সাহায্য করো আমিন।”
শ্রাবন্তী মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি আনিসুল হকের রচনায় মোস্তফা সরয়ার ফারুকীর ৫১বর্তী ধারাবাহিক নাটকে অভিনয় করে তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।