এবার আলজাজিরার লাইভ চলাকালীন অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। ভিডিওতে দেখা যায়, রাফার কুয়েতি হাসপাতালের কাছে লাগাতার বিমান হামলা চালানো হচ্ছে। ওই হামলায় কয়েকটি ভবন সম্পূর্ণভাবে ধসে যায়। ভবনগুলোতে তখন মানুষ ছিল এবং জীবন বাঁচাতে তারা এদিক-সেদিক ছোটাছুটি করছেন। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আলজাজিরার সাংবাদিক হানি মোহাম্মদসহ আহত হয়েছেন আরও অনেকে।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জানান, তার দেশ জিম্মিদের মুক্তির জন্য আরেকটি মানবিক বিরতি ও অতিরিক্ত মানবিক সহায়তার জন্য প্রস্তুত। তবে গণহত্যা বন্ধ নিয়ে কোনো কথা বলেননি তিনি।
অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গণহত্যা বন্ধ না হলে দখলদার ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে কোনো আলোচনা করবেন না তারা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নায়েম জানিয়েছেন, যুদ্ধ বন্ধের যে কোনো উদ্যোগে ইসরায়েলের সঙ্গে আলোচনা করতে তারা রাজি। কিন্তু ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার মধ্যে হামাস বন্দি বিনিময় নিয়ে কোনো আলোচনায় বসবে না।
তিনি আরও বলেন, আমাদের নাগরিকদের ওপর আগ্রাসন বন্ধ এবং মানবিক সহায়তা প্রদানে অবদান রাখতে পারে এমন আলোচনায় আমরা রাজি।