গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ ও আশকেলন শহরের দিকে কয়েক ডজন রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড।
রোববার (৬ এপ্রিল) রাতে এই হামলার দায় স্বীকার করে আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিশোধ নিতেই আশদোদের দিকে এই রকেট হামলা করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, গাজা থেকে কমপক্ষে প্রায় ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দ্বারা সফলভাবে প্রতিহত করা সম্ভব হলেও, কিছু রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে আশপাশের অঞ্চলের নানা স্থাপনার ওপর পড়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর বরাতে আল-জাজিরা জানিয়েছে:
❝রকেট হামলার মুহূর্তে আশদোদ, আশকেলন ও পার্শ্ববর্তী এলাকায় বিকট সাইরেন বেজে ওঠে। হঠাৎ এই হামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়। আশকেলন ও গ্যান ইয়াভনে শহরে বেশ কয়েকটি রকেটের টুকরো পড়ে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত তিনজন আহত হলেও কোনো প্রাণহানি ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েল।❞
এ দিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। গত এক মাসেরও বেশি সময় ধরে দখলদার বাহিনী গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, ফলে খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গাজার জনজীবন দমবন্ধকর হয়ে উঠেছে।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে। এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৬০৯ জন, আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। নিহত ও আহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু, যা সংকটের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে চমকপ্রদ হামলা চালায়, যেখানে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় তৎক্ষণাৎ গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারীদের চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, তা টিকেনি। মাত্র দুই মাসের মাথায়, ১৮ মার্চ থেকে আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। এই দ্বিতীয় দফা হামলায় ইতোমধ্যে ১৫ দিনে প্রাণ হারিয়েছেন ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।