চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি বিন মর্তুজা। সম্পূর্ণ ফিট না হয়ে বিপিএলে খেলার জন্য মাশরাফির সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার তার মন্তব্যের জবাব দিয়েছেন মাশরাফি।
সংবাদ সম্মেলনে আশরাফুলের মন্তব্য প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সব জিনিস সব জায়গায় ব্যাখ্যা করা যায় না। তবে আমি যেটা মনে করেছি, এটা (চোট নিয়েও খেলা) আইডিয়াল সিচুয়েশন না। আর কে খেললে ভালো হতো সেটা পরের বিষয়, টিমের বিষয়। ওটা নিয়ে তো টিম কারও সঙ্গে আলোচনায় বসবে না বা করবে না। বাট, যেটা আপনি বলছেন, আইডিয়াল সিচুয়েশন অভিয়াসলি ওইটাই মাশরাফির না খেলা উচিত।’
চোট নিয়ে খেলা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘খুব সত্যি কথা বলতে, আইডিয়াল সিচুয়েশনে না হলে (না খেললে) ভালো হয়।