ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করা বিলুপ্তপ্রায় সরীসৃপ আকৃতির কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ক্রেতা ও বিক্রেতা দুইজনকেই আটক করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণীর কোটি টাকা মূল্যের তক্ষক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় কয়েকজন অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে খাঁচার ভিতর বন্দী অবস্থায় একটি তক্ষকসহ তোফাজ্জল হোসেন ও রেজাউল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়। এদের মধ্যে তোফাজ্জল হোসেন তক্ষকটি বিক্রি ও রেজাউল ইসলাম ক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।তারা তক্ষকটি কোটি টাকায় ক্রয়-বিক্রয়ের চেষ্টা করছিলেন।
আটককৃত তক্ষক বিক্রেতা তোফাজ্জল হোসেন (৩৮), আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার আয়নাল মার্কেট সংলগ্ন মৃত আব্দুস সাত্তারের ছেলে ও অপরজন, তক্ষক ক্রেতা মো. রেজাউল ইসলাম (৪৫) মানিকগঞ্জের হরিরামপুর থানার বিনদগালা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
আটকের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়েছে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।