সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) একটি দল।
পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আসাদুজ্জামান নূর শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ছিলেন। ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
আসাদুজ্জামান নূর রাজনীতি করা আগে ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। রেডিওতে প্রচারিত তার নাটকের সংখ্যা ৫০-এরও অধিক। সংস্কৃতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে আসাদুজ্জামান নূর স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।
আরএস