অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, যদি কেউ তাঁর নাম ব্যবহার করে চাঁদা বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। শনিবার (২৮ সেপ্টেম্বর) তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ বক্তব্য দেন।
তিনি জানান, সরকারের আসার আগে এবং পরে অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলেছেন এবং কিছু মানুষ এসব ছবি দেখিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। তিনি এই ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এমন ঘটনার সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আসিফ নজরুল বলেন, “আমি বা আমার সরকার কোনো অবৈধ কাজের প্রশ্রয় দেব না। যারা এসব করতে চায় তাদের কঠোর সতর্কতা। বাংলাদেশের মানুষের সঙ্গে অন্যায় করবেন না এবং আমাদের নাম ব্যবহার করবেন না।”
তিনি আরও বলেন, “যদি কেউ আমাদের নামে চাঁদাবাজি বা হুমকি দেয়, তাহলে তা অবিলম্বে জানাতে হবে। আমরা জানলে যথাযথ ব্যবস্থা নেব।”