ইংলিশ চ্যানেলে ফ্রান্স থেকে ইংল্যান্ড যাওয়ার সময় নৌকা ডুবে আট অভিবাসীর মৃত্যু হয়েছে।
পাস-ডি-ক্যালে অঞ্চলের প্রিফেক্ট জ্যাক বিলান্ট জানিয়েছেন, এ বছর এখন পর্যন্ত ফ্রান্সের উপকূল থেকে চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ এ পৌঁছেছে।
তিনি আরও বলেন:
“উদ্ধারকারী কর্মীদের আগেই সতর্ক করা হয়েছিল যে ৫৯ জন আরোহী নিয়ে একটি নৌকা পাস-ডি-ক্যালে এলাকার আব্লোতোস উপকূলে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। দুর্ঘটনাকবলিত নৌযানটি খুব দ্রুতই পাথরের ওপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। এতে আটজনের মৃত্যু হয়েছে। আমরা তাদের জন্য শোক প্রকাশ করি।”
প্রবল স্রোতের ফলে ইংলিশ চ্যানেল বেশ বিপজ্জনক হয়ে উঠেছে৷ ছোট নৌকাগুলো এর ফলে নিয়মিতই বড় ঝুঁকির মধ্যে পড়ছে। এরপরও নিজ দেশে যুদ্ধ বা দারিদ্র্য থেকে পালিয়ে আসা বহু মানুষ প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবে তা পার হচ্ছেন।
আরএস