ইউএনও’র কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ
পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ চার নেতাকে মারধরের ঘটনায় চার বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশ দেওয়া হয়।
গত সোমবার, ৩ মার্চ দুপুরে, সুজানগর উপজেলা ইউএনও মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে জামায়াত নেতাদের মারধরের অভিযোগ উঠে। জামায়াত নেতারা ইউএনও অফিসে সরকারি উন্নয়ন প্রকল্পের খোঁজ নিতে গেলে, ইউএনও অন্য কাজে ব্যস্ত থাকায় তারা সেখানে বসে অপেক্ষা করছিলেন। এ সময়, বিএনপি নেতারা সেখানে এসে উত্তেজিত হয়ে জামায়াত নেতাদের ওপর হামলা করেন।
শোকজ নোটিশে বলা হয়েছে, “সুজানগর উপজেলা ইউএনও কার্যালয়ে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টি ও জামায়াত নেতাদের সঙ্গে অশোভন আচরণের জন্য বিএনপি নেতাদের বিরুদ্ধে শোকজ দেওয়া হয়েছে। অভিযুক্তরা ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেবেন।”
এ ব্যাপারে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ্ব বলেছেন, “কেন্দ্র থেকে শোকজ নোটিশ এসেছে, তবে স্থানীয়ভাবে এখনো কোনো চিঠি পাইনি। তবে ঘটনাটি খুবই ন্যাক্কারজনক এবং এসব দুষ্কৃতকারীদের শাস্তি হওয়া উচিত।”
এদিকে, ইউএনও মীর রাশেদুজ্জামান জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত কষ্টদায়ক এবং তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি জানিয়ে মামলার জন্য অনুমতি চেয়েছেন।
ঘটনাটি সোমবার দুপুরে ঘটে, যখন জামায়াতের চার নেতা অফিসে অপেক্ষা করছিলেন এবং বিএনপির নেতারা তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে মারধর করেন। ঘটনা সংবাদমাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপক আলোচনায় আসে এবং মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।