ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৯ এপ্রিল) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম আল জাজিরা প্রথম এ খবর প্রকাশ করে।
ক্রেমলিন জানিয়েছে, খ্রিষ্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে ঘিরে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে যে, ইউক্রেনও এই মানবিক যুদ্ধবিরতিতে সম্মতি জানাবে।
তবে এই ঘোষণার সময়টা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছেন।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে রাশিয়া এখনো সে প্রস্তাবে সম্মতি জানায়নি। চলমান অচলাবস্থায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা।
শুক্রবার (১৮ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যদি শান্তিচুক্তি নিয়ে রাশিয়া ও ইউক্রেন জটিলতা তৈরি করে, তাহলে যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে।” একইসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “চুক্তির স্পষ্ট লক্ষণ না দেখা গেলে কয়েক দিনের মধ্যেই আমরা এ আলোচনার টেবিল ছাড়ব।”
পুতিনের এই ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণাকে অনেকেই যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলার কৌশল হিসেবে দেখছেন, বিশেষ করে যখন শান্তি আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সরাসরি সরে যাওয়ার হুমকি দিচ্ছে।