দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ গুলোতে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ব্যক্তিদের এখনই অপসারণ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে নিয়মিত ব্রিফিংকালে এই কথা বলেন। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে যেকোনো পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের করা হচ্ছে কিনা এই বিষয়ে জানতে চাইলে এ এফ হাসান আরিফ বলেন, “ইউনিয়ন পরিষদে এখন হাত দেওয়া হচ্ছে না। যাচাই-বাছাই করে যদি পরবর্তীকালে প্রয়োজন হয় তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এটি মার মার কাট কাটের কোনো ব্যাপার না। প্রতিটি কাজ ধারাবাহিক ভাবে হবে। এসব অপসারণ স্থানীয় সরকারকে পরিচ্ছন্ন করার একটি প্রচেষ্টা। মূলত কোটা সংস্কার আন্দোলন ছিল সিস্টেমের বিরুদ্ধে। সে সিস্টেম গ্রাম পর্যন্ত স্থানীয় সরকারের মাধ্যমে পরিচালিত হয়। তাই এসব পরিবর্তন সাধন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নাসিফ/এমএ//