দুটি ময়দান প্রস্তুত করা হচ্ছে বিশ্ব ইজতেমাকে ঘিরে। টঙ্গী তুরাগ তীরে মূল মঞ্চ ও দিয়াবাড়িতে আরেকটি মঞ্চ তৈরি করার কথা শোনা যাচ্ছে। দুই ময়দানে একই বয়ান প্রচারিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান দিয়াবাড়িতে ইজতেমার মঞ্চ ও ময়দান করার অনুমতি দেয়া হয়নি।
২২ জানুয়ারি সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ সংলগ্ন বাটা রোডে বিশ্ব ইজতেমার প্রস্তুতি সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।
তিনি তাবলিগ জামাতের জোবায়ের পন্থিদের উদ্দেশে বলেন, আপনারা দিয়াবাড়িতে মঞ্চ করার কথা আমাদের জানিয়েছিলেন। আপনারা শুধু মুখে বলেই মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছেন। আমরা তো অনুমতি দেইনি।
গাজীপুর সিটি করপোরেশন আমাদের কাছে জানতে চেয়েছে, অনুমতি দিয়েছি কি না। আমরা বলেছি, তারা শুধু জানিয়েছে আমাদের। কিন্তু কোনো অনুমতি দেয়া হয়নি।
সঠিক গাইডলাইন মেনে অনুমতি নেয়ার কথা জানিয়েছেন আইজিপি। নাহলে কাজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সভায় আরও ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ইজতেমা তদারকি কমিটির সমন্বয়ক ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।