ইতালির উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবির ঘটনা ঘটেছে। এতে কন্যাসহ ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চের খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ আগস্ট) ভোরে ইতালির উপকূলীয় অঞ্চল সিসিলির কাছে প্রমোদতরীটি ডুবে যায় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, তরীটি সিসিলি উপকূল থেকে আধা কিলোমিটার দূরে সমুদ্রে নোঙর করা অবস্থা হঠাৎ প্রচণ্ড ঝড়ে তার মাস্তুল ভেঙে যায়। সঙ্গে প্রবল স্রোতের ধাক্কায় তরীটি ভারসাম্য হারিয়ে একপর্যায়ে সমুদ্রে নিমজ্জিত হয়।
এ ঘটনায় ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ এবং তাঁর ১৮ বছর বয়সী কন্যা হান্না লিঞ্চসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। এ সময়, রিকার্ডো টমাস নামের একজনের মরদেহ উদ্ধার করে ইতালীয় কোস্টগার্ড। পাশাপাশি, মাইকের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেসসহ জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জন আরোহীকে। নিহত টমাস তরীটির পাচকের দায়িত্বে ছিলেন।
ইতালীয় কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, মাইক ও হান্না ছাড়া নিখোঁজ অন্য চার ব্যক্তির মধ্যে দুজন যুক্তরাজ্য ও দুজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।
‘বায়েসিয়ান’ নামের ১৮৩ ফুট দৈর্ঘ্যবিশিষ্ট এই প্রমোদতরীটির মালিকানায় অ্যাঞ্জেলার অংশীদারিত্ব রয়েছে বলে জানা গেছে।