নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট বন্ধের প্রক্রিয়া বাস্তবায়িত হয়
মঙ্গলবার (১৩ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম নির্দেশে তদন্তের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়েছিলো সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর আদেশে।
কোনো লিখিত প্রজ্ঞাপন ছাড়া সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে গত ১৫-১৬ জুলাই মোবাইল ইন্টারনেট এবং ১৮ হতে ২৩ জুলাই পর্যন্ত ও ৫ আগস্টে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের কাজটি বাস্তবায়ন করেন।
বখতিয়ার/আরএ