বেফাঁস কথাবার্তার জন্য কঙ্গনা অনেকের কাছে বিরাগভাজন। তবে সে অভিনয়জগতে নিজের চরিত্রগুলোকে নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারদর্শী। সেকারণে বেশিরভাগ দর্শক মনে করেন, মুখটা বন্ধ রাখলে শীর্ষ নায়িকার আসনটি তার হতো।
সদ্য প্রকাশ পেয়েছে কঙ্গনা অভিনীত ‘এমারজেন্সি’ সিনেমার ট্রেলার। এতে ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা গেছে তাকে। ভারতীয় জনতা পার্টি-বিজেপির সংসদ সদস্য হয়ে বিরোধী দল কংগ্রেস নেত্রীর চরিত্রে অভিনয় অবাক করার মতো। তবে এই ছবিতে কিন্তু মোটেই তাকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়নি।
গণতান্ত্রিক ভারতের অন্ধকার সময়ের ঝলক হিসেবে এমার্জেন্সি পিরিয়ডকে ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে। ট্রেলারে দেখানো হয়েছে, রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক, কেমনভাবে বোবা পুতুলের তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন।
উল্লেখ্য, ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করেছেন কঙ্গনা।
এমএ//