দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ফিলিপাইনের সাবেক মেয়র এলিস গুওকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ইন্দোনেশিয়ার জাকার্তার ত্যাংগেরাঙ্গ শহর থেকে গুওকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
চীনা নাগরিকত্বের অধিকারী গুও-এর বিরুদ্ধে অনলাইনে জুয়ায় দালালি এবং জুয়ার আড়ালে প্রতারণা কেন্দ্র পরিচালনাসহ মানব পাচারের অভিযোগ রয়েছে। গত জুলাইয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হলে গা ঢাকা দেন তিনি।
ফিলিপাইনের অপরাধ বিরোধী এজেন্সির দাবি, দেশটির নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে এলিস গুও পালাক্রমে নৌকা পাল্টে ফিলিপাইন থেকে মালয়েশিয়ায় যান। এরপর সেখান হতে সিঙ্গাপুর হয়ে ইন্দোনেশিয়ায় গিয়ে লুকিয়ে ছিলেন তিনি।
তবে গুও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন:
“আমার চীনা পিতা এবং ফিলিপিনো মাতার সঙ্গে আমি ফিলিপাইনেরই নিজস্ব মালিকানাধীন খামারবাড়িতে বড় হয়েছি। আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, তা সত্য নয়।”
গুওর মামলাকে ঘিরে দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরাজমান দ্বন্দ্ব নতুন করে দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। অবশ্য এশিয়ার পরাশক্তি চীন এ প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত রয়েছে।
আরএস