আওয়ামী ফ্যাসিবাদী কর্মকান্ডের পুনরাবৃত্তি বন্ধ এবং অতিদ্রুত সময়ে ক্লাস-পরিক্ষা চালুকরা সহ সকল প্রকার একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ভবনের নীচে শিক্ষকদের কাছে ক্লাস-পরীক্ষা শুরুর দাবি জানায় শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেবা মন্ডলসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক ও সহ-সমন্বয়করাসহ সাধারণ শিক্ষার্থীরা আগামী সপ্তাহের মধ্যে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদের শিক্ষকরা উদ্যেগ নিলে ক্লাস পরিক্ষা নিতে পারেন। কিন্তু তারা কোন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।
এদিকে এর আগে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’—এর ব্যানারে ‘রিট্রসিং আওয়ামী বার্বরুজম’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ইবি শাখার সহ-সমন্বয় তানভীর মন্ডল বলেন, আপনারা যারা এখনো আওয়ামী ফ্যাসিজম চালু করতে চাচ্ছেন তারা এ সব অতিসত্বর বন্ধ করুন। ছাত্রদের সাথে মশকরা বন্ধ করুন। যেসকল শিক্ষকগন এই ফ্যাসিজমের রাজনীতির সাথে জড়িত ছিলেন তাদের এখন বয়কট করা সময়। এবং যেসব শিক্ষকরা ৪ঠা আগষ্টের পরেও শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের চিহ্নিত করা দরকার। কিভাবে একজন শিক্ষক হয়ে তারা এমন অন্যায়ের পক্ষ নিয়েছেন।
শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা প্রতিটি বিষয় ইতিবাচক ভাবেই ভাবছি। শিক্ষার্থীরা যদি মনে করে আমাদের সাথে মিটিং করবে তবে আমরা রাজি, যদি বলে আমাদের সবার পদত্যাগ করতে হবে আমরা তাতেও রাজি। শিক্ষার্থীদের মঙ্গলের জন্য যা প্রয়োজন আমরা করব। শিক্ষার্থীদের অনিরাপদ রেখে আমাদের পদত্যাগ করা অনুচিত ভেবে আমরা এখনো রয়েছি৷ প্রশাসন আসলে আমরাও পদত্যাগ করে চলে যাব।
তামিম/এমএ//