মব জাস্টিসের নামে সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে শিক্ষা সন্ত্রাস এক সাথে চলে না, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই তোফাজ্জলের খুনিদের ফাঁসি চাই, আবরারের রক্ত বৃথা যেতে দিব না ইত্যাদি স্লোগান দেয় আন্দোলনকারীরা।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয় তানভীর মন্ডল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকান্ডে কারা মদদ দিচ্ছে তাদের বের করা দরকার। আমরা তার অতীত নিয়ে কথা বলবো না। তার হত্যাকান্ডে যারা জড়িত তাদের বিচার করতে হবে ।
সহ-সমন্বয় ইয়াশিরুল কবির সৌরভ, আজকে অনলাইনে এমন ছবি দেখতে পাচ্ছি, যা একজন ফাঁসির আসামির সাথে যা ঘটে। আমরা ঢাবি ও জাবিতে যে বিচারবহির্ভূত হত্যা হয়েছে তার বিচার চাই। আমরা এই মব জাস্টিস প্রতিহত করে ছাড়বো। আমরা আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করবো।
সমন্বয় এস এম সুইট বলেন, ২৪শের শহীদরা নিজেদের প্রাণ বিলিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে। যা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচার বহির্ভূত হত্যার আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দুষ্কৃতিকারীরা মব জাস্টিস চালু করেছে তা ছাত্র সমাজ প্রতিহত করবে। আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য সকল দুষ্কৃতিকারীকে প্রতিহত করবো এবং ভবিষ্যতে এমন হত্যাকান্ডের আমরা পুনরাবৃত্তি চাই না।
তামিম/আরএস