ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় ১৫ জন অসহায়কে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মির্জা আল তাহলীল লিখনের সভাপতিত্বে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আলফি শাহরিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে জেলা ছাত্রকল্যান সমিতির সাধারণ সম্পাদক আলফি শাহরিন বলেন, আমরা গত ডিসেম্বর মাসে জেলা কল্যানের পক্ষ থেকে ছেলেদের হলে বক্স প্রদানের মাধ্যমে শীতবস্ত্র সংগ্রহ শুরু করেছিলাম, এরই ধারাবাহিকতায় আজকে কিছু মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি ।
আমাদেরকে যারা এই মহৎ কাজে সাহায্য করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। রাজশাহী জেলা ছাত্র কল্যান সমিতি ভবিষ্যতে ও এমন কাজের মাধ্যমে সক্রিয় অবস্থানে থাকবে।
তামিম আশরাফ
ইসলামি বিশ্ববিদ্যালয়