সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেইট চত্বরে অস্থায়ী প্রার্থনালয়ে এ পূজা অর্চনা পালন করা হয়। বন্যাদূর্গতদের অর্থ সাহায্যে করার জন্য, পূজা পালনে অর্থ ব্যায় কমানো হয়। তাই অন্য কোন কর্মসূচি না দিয়ে শুধু পূজা অর্চনা করেন তারা।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস জানান, ‘আমাদের দেশ একটা সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তার মাঝে ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন। এই অবস্থায় জন্মাষ্টমী পূজার ব্যায় কমিয়ে ওই টাকা বন্যার্তদের মাঝে দিয়েছি। যার ফলে এ বছর আমরা পূজা ছাড়া অন্য কোন কর্মসূচি রাখেনি। পূজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের জন্য প্রার্থন্য করেছি।’
তামিম/এমএ//