সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গনহত্যার বিচারের দাবিসহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে তারা।
বুধবার (১৪ আগস্ট) বেলা এগারোটায় সমন্বয়কদের নেতৃত্বে ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গনে থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক
নাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদী কৌশল ব্যবহার করে বর্তমান সরকার ও তার দল যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। সংখ্যালঘুদের ওপর আক্রমণ, হত্যাকাণ্ড, ডাকাতি এবং লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার যে প্রচেষ্টা হয়েছে, তাতে জড়িতদেরও দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাকান্ডকে বৈধতা দিয়েছেন তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন ন্যায্যতার ভিত্তিতে তাদের সমান-সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
সমন্বয়ক এস এম সুইট বলেন, ১৫ আগস্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কুচক্রী মহল অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। যারা এমন হীন পরিকল্পনা করছে তাদের কালো হাত ভেঙ্গে দিবো, তাদেরকে প্রতিহত করতে সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত আছে।
তামিম/এমএ//