ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিতরে চলাচলকারী ভ্যান চালকদের নিবন্ধন, আইডি কার্ড ও ইউনিফর্ম প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। বুধবার (২৪জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এর উদ্বোধন করা হয় । এ সময় ৫০জন ভ্যান চালককে নিবন্ধন, আইডি কার্ড ও ইউনিফর্ম প্রদান করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মামুনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন টিএসসিসি’র পরিচালক বাকী বিল্লাহ বিকুল, সহকারী প্রক্টর ড. আরিফুল ইসলাম, ইয়ামিন মাসুম এবং মিঠুন বৈরাগী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন।
এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ক্যাম্পাসের অপরিহার্য অংশ হচ্ছে এই ভ্যান চালকরা। আজকের এই আইডি কার্ড এবং ইউনিফর্ম প্রদানের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা যাবে। এর ফলে ক্যাম্পাসের অনাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়ানো যাবে । প্রক্টোরিয়াল বডি একটা প্রশংসনীয় কাজ করেছেন।
তামিম আশরাফ
ইসলামি বিশ্ববিদ্যালয়