ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া হলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, সাদ্দাম হোসেন হলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, শেখ হাসিনা হলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকীকে নিয়োগ প্রদান করা হয়েছে।
অফিস সূত্রে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর উক্ত হলগুলোর প্রভোস্টদের পদত্যাগ পদ গৃহীত হলে তদস্থলে নতুন এই চার প্রভোস্ট কে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় কে আন্তরিক ধন্যবাদ আমাকে উক্ত পদে নিয়োগ দেওয়ার জন্য। আমি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো। এছাড়াও সকল সিনিয়র শিক্ষক, পূর্ববর্তী প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে হলের সার্বিক উন্নয়নে কাজ করবো।