ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী । রোববার (১ সেপ্টেম্বর) ডীন’স কমিটির মিটিংয়ে ডীনদের সাথে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন ডীনরা। এসময় আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয় ডীন’স কমিটিতে। এসময় বৈঠকে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস শুরু, আগামী সপ্তাহ থেকে অফলাইনে ক্লাস শুরুর আশ্বাস দেন। স্নাতকোত্তের ও চতুর্থ বর্ষ প্রক্রিয়াধীন চূড়ান্ত রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে একটি চিঠি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তা পদত্যাগ না করা সত্ত্বেও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁদের পদত্যাগ ও অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রবিশেষে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
আরএ//