ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগষ্ট) বিকাল ৪টার দিকে বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাদের কক্ষ সমূহে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
এসময় বিভিন্ন হল থেকে ১টা দেশিয় আগ্নেয় অস্ত্র, ৬টি বুলেট, ১০টি রামদা, ৮টি চাপাতি, ২টি হ্যান্ড স্টিক, ৬টি জিআই পাইপ, ৪৯টি রড, পটকা বোমা ৩ প্যাকেট, ৫০০ গ্রাম ককটেল বারুদ, ২০০ গ্রাম পেট্রোল, ১৯ টা মদের বোতল, ৯টি ইয়াবা স্টিক ও ৫টা গাঁজার বাঁশি পাওয়া যায়। পরে এগুলো বঙ্গবন্ধু হলে একত্রিত করা হয়। উদ্ধারকিত এসব অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
ইবি সমন্বয় এস এম সুইট বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন’ নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী মিলে তথ্যের ভিত্তিতে বিভিন্ন হলে ছাত্রলীগের নেতাদের রুমে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এখনো অনেক কক্ষে যাওয়া হয়নি আমরা প্রশাসনকে সাথে নিয়ে আগামীতে আরো তল্লাশি চালাবো।
তামিম/এমএ//