ইসলামী বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সাথে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টম্বর) বেলা ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরীণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও সার্বিক উন্নয়নের জন্য করণীয় বিষয়াদি সম্পর্কেও আলোকপাত করেন তারা।
মত বিনিময় সভায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব মিয়া রিফাত, অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ, দপ্তর সম্পাদক ইমরান মাহমুদ, প্রচার সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম, কার্যনির্বাহী সদস্য মোর্শেদ মামুন ও জুয়েল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য সর্বদা চেষ্টা করে যাবো। এই বিশ্ববিদ্যালয়কে উন্নত শিক্ষার উপযোগী ও শিক্ষার্থী বান্ধব করতে যা যা করা দরকার আমি তাই করবো। পদায়নে যোগ্য ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হবে। আমি সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। দলীয় ও ফ্যাসিজম নীতি চর্চার আর সুযোগ নেই। নিজেও দুর্নীতি করব না, কোন দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেবনা।
তামিম//বিএন