ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর একত্রিত জোট ঐক্যমঞ্চের নেতৃত্বে এসেছেন লণ্ঠনের সভাপতি ইয়াশিরুল কবির সৌরভ ও বুননের সভাপতি নাহিদুর রহমান।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় টিএসসিসিতে সংগঠনটির নিজস্ব কক্ষে আহবায়ক রাবেয়া খাতুনের সভাপতিত্বে ১২টি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি এর দায়িত্বশীল এর সম্মতিক্রমে এ দায়িত্ব দেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনঞ্জুরুল ইসলাম নাহিদ।
এ সময় সদস্য সচিব নাহিদুর রহমান, ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমে এর অধিভুক্ত সংগঠনগুলোকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আহ্বান করেন।
আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন:
“বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনালগ্নে ঐক্যমঞ্চের দায়িত্ব পালনে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।”
বিদায়ী আহ্বায়ক রাবেয়া খাতুন বলেন:
“ঐক্যমঞ্চ আসলে সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর ঐক্যের জায়গা ৷ সবাইকে একতাবদ্ধ হয়ে বিশ্ববদ্যালয় ও দেশের সংকটকালীন সময়ে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। সুতরাং নতুন দায়িত্বশীলদের প্রতি আহ্বান থাকবে সব সংগঠনকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঐক্যমঞ্চকে পরিচালনা করার।”
তামিম/আরএস