ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ কর্মী জ্যাকি ইসলামকে মারধর করেছে শিক্ষার্থীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এসময় তাকে শিক্ষার্থীদের হাত থেকে উদ্ধার করেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ইবি শাখার সমন্বয়করা। সোমবার (০২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গেটের সামনে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, জ্যাকি শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন জাকিকে শাখা ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত হতে দেখা যেত। এদিকে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন কিছু শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পরে আজকেই প্রথম জাকি ক্যাম্পাসে প্রবেশ করেন। তার নিজের এবং একই হলের অন্য ব্লকের আরো ২ ছাত্রলীগ নেতার জিনিসপত্র গুলো নিয়ে যাওয়া জন্য তিনি এসেছিলেন। এসময় যাবতীয় জিনিসপত্র পিকাপ ভ্যানে উঠালেও বের হওয়ার সময় শিক্ষার্থীদের সাথে জ্যাকির বাকবিতণ্ডা হয়৷ একপর্যায়ে শিক্ষার্থীরা তাকে মারধর করলে সে বঙ্গবন্ধু হল গেট থেকে দৌড়ে পুকুরপাড় হয়ে ক্রিকেট মাঠের দিকে যায়। এসময় বিপরীত পাশ থেকে শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ তাকে ধরে ফেলেন। ঘটনা জানাতে পরে দ্রুত ঘটনাস্থলে আসেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়করা। পরে তারা জাকিকে নিরাপদে ক্যাম্পাসের বাহিরে পাঠিয়ে দেন।
এবিষয়ে জ্যাকিকে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে জ্যাকির উপর চড়াও হন তারা। পরে আমাদের সমন্বয়করা তাকে উদ্ধার করে তার মালামাল সহ নিরাপদে ফিরিয়ে দিয়েছি।
তামিম/এমএ//