ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ ঐক্যমঞ্চ’র উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আর এই বইমেলায় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও তরুণ কথাসাহিত্যিক খায়রুজ্জামান খান সানির পাঠক প্রিয় দু’টি বই ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’ ও ‘কী চাও? স্মৃতির মরণ’ পাওয়া যাচ্ছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ মেলায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার ১৬নং স্টলে পাওয়া যাবে এই বই দু’টি।
বইয়ের বিষয় জানতে চাইলে লেখক বলেন, “২০২১ সালে আমার প্রথম বই ‘কনীনিকা’ প্রকাশিত হয়। নানান আলোচনা সমালোচনা শুনে পথচলা শুরু হয়েছিলো। আলহামদুলিল্লাহ্ দেড় বছর পর বই স্টক আউট হয়ে যায়। ২০২৩ সালে দ্বিতীয় বই ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’ প্রকাশিত হয়। যা ব্যাপক পাঠক প্রিয়তা পায়। কিছুদিনের ভেতর বইটির তৃতীয় মুদ্রণ আসবে। কলকাতায় আমার প্রথম বই যেতে শুরু করে ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’ দিয়ে। ২০২৪ সালে তৃতীয় বই ‘কী চাও? স্মৃতির মরণ’ ইতিমধ্যে পাঠক প্রিয় হয়ে উঠছে। দুই বাংলায় বইয়ের পাঠকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”
তিনি আরো বলেন,“আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যে স্মৃতি জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে। যে স্মৃতিগুলো আমরা আজীবন আগলে রাখি। একটা সময় পর হয়তো ভুলে যাই ব্যস্ততার কারণে। কিন্তু সেই স্মৃতি কখনো না কখনো মনে পড়ে। ‘কী চাও? স্মৃতির মরণ’ বইটিও তেমনই।”
উল্লেখ্য, বইয়ের প্রচ্ছদ করেছেন জান্নাতুল ফেরদৌস জিনিয়া ও প্রকাশ করেছেন “জ্ঞানকোষ প্রকাশনী”। বইটি অমর একুশে বইমেলা-২০২৪ জ্ঞানকোষ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। এছাড়াও অনলাইন বুকশপ রকমারি, বইফেরী, জ্ঞানকোষ প্রকাশনী ও বইবাজার সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ও পাওয়া যাচ্ছে।
তামিম আশরাফ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া