পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৯২ রানের বড় টার্গেট পায় বাংলাদেশ। টাইগাররা ভেবেছিল সহজেই জয় পাবে। কিন্তু টাইগারদের ভাবনায় ঘি ঢেলে দেয় আমিরাতের ব্যাটাররা। তবে সেখান থেকে খানিকটা স্বস্তি এনে দিলো বাংলাদেশের পেসাররা। মুস্তাফিজ, তানজিম সাকিবদের বোলিং তোপে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।
অবশেশে ২৭ রানে ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে রইলো বাংলাদেশ।
শনিবার (১৭ মে) শারজাহতে প্রথম টি-টোয়েন্টিতে রানে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তোলে তারা। জবাবে পুরো ওভার খেলে ১৬৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক আরব আমিরাত।
এ সংস্করণে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাসের পূর্ণাঙ্গ মেয়াদে যাত্রা শুরু হয়েছে জয় দিয়ে।
আগামী সোমবার (১৯ মে) একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।