ইমামদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন চিত্রনায়ক জায়েদ খান। ইমামদের নিয়ে ছড়িয়ে পড়া সেই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ওই ভিডিওতে তার বক্তব্য এডিট করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ভিডিও সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের ভালো-খারাপের ব্যাখ্য দিতে গিয়ে জায়েদ খান বলেন,‘আমাকে নিয়ে যেসব গুজব ছড়ায় ওসবে আমি পাত্তা দেই না কারণ আমি একজন পাবলিক ফিগার আমাকে নিয়ে কথা হতেই পারে। নায়ক বলেইতো গুজব ছড়াই সবারই ভালো মন্দ আছে। ইমামরা তো ভালো সবাই তাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবার কিছু কিছু ইমাম দেখবেন তারা শিশু বলাৎকারের মতো কাজ করে এটা গর্হিত কাজ। কিছু কিছু মানুষ এমন সব সমাজেই আছে।’
এতেই তোপের মুখে পড়তে হয় তাকে। এ ঘটনায় জায়েদকে বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। বিতর্ক ছড়িয়ে পড়ায় ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে চিত্রনায়ক জায়েদ বলেন, তারা যে ভুল বুঝেছে সে জন্য ক্ষমাপ্রার্থী আমি। দুঃখ প্রকাশ করছি।একটি ভিডিওর অংশবিশেষ কেটে ছড়িয়ে দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।