ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে সৌদি আরব ও পানামার দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
তবে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার সঙ্গে সম্পৃক্ত কি-না তা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদির তেলবাহী ট্যাঙ্কার আমজাদ এবং পানামার তেলবাহী ব্লু লাগুন-১ পাশাপাশি এলাকায় নোঙ্গর করা অবস্থায় হামলার শিকার হয়। তবে হামলার মূল লক্ষ্যবস্তু ছিল পানামার ট্যাঙ্কারটি।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকেই এডেন ও লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা করছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
আরএস/আরএ//