Home » news » ইরাকে আগস্টে অভিযানে ইসলামিক স্টেটের চার নেতা নিহত
মধ্যপ্রাচ্যের ইরাকে আগস্ট মাসে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) চার নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এমন দাবি করেছে। এএফপি।।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে সেন্টকম বলেছে, গত ২৯ আগস্ট আইএস নেতাদের লক্ষ্য করে ওই যৌথ অভিযান চালানো হয়েছিল। আইএস যেন ইরাকের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা না করতে পারে কিংবা হামলা না চালাতে পারে, তা নিশ্চিতে অভিযানটি চালানো হয়।
অভিযানে আইএসের ১৪ জন সদস্য নিহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে নিহত আইএস সদস্যের সংখ্যা ১৫ বলা হয়েছিল। অভিযান চলাকালে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন।
নিহত চার নেতা হলেন সংগঠনটির কার্যক্রম পরিচালনা শাখার নেতা আহমদ আল ইথাউয়ি, ইরাকের পশ্চিমাঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা শাখার তত্ত্বাবধায়ক আবু হাম্মাম, সংগঠনের কারিগরি উন্নয়নসংক্রান্ত ব্যবস্থাপক আবু আলি আল তুনিসি এবং ইরাকের পশ্চিমাঞ্চলে আইএসের সামরিক কর্মকাণ্ডের প্রধান পরিচালক শাকির আল ইসাউয়ি।
এক বিবৃতিতে সেন্টকমের কমান্ডার মাইকেল এরিক কুরিলা বলেন:
‘যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র, সহযোগী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টিকারী আইএসকে পরাজিত করার প্রতিজ্ঞায় অটুট আছে সেন্টকম।’
আরএস