প্রথমবারের মতো প্রতিবেশী ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র ইরাক সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান। বুধবার (১১ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইসনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান এ সফর উপলক্ষে বলেন:
“ইরাকের সঙ্গে আমরা বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করেছি। বাগদাদে পৌঁছে আমরা দেশটির সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করব।”
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইরাকে অবৈধভাবে ‘গণবিধ্বংসী যুদ্ধাস্ত্র’ মজুদ করা হচ্ছে বলে অভিযান শুরু করে। এতে তৎকালীন প্রভাবশালী ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটে।
পরে দেশটিতে শিয়াপন্থী বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলকে সমর্থন দিতে শুরু করে তেহরান। যা বর্তমানে ইউফ্রেতিস নদীর দেশটিতে ইরানের প্রভাব সমুন্নত রেখেছে।
আরএস