ইরানের কাছ থেকে স্বল্প পাল্লার নিক্ষেপী ক্ষেপণাস্ত্র নিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করেন মার্কিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।
আল জাজিরা ও রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী সেখানে অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন:
“মার্চে পশ্চিমের জি-৭ নেতৃবৃন্দের উচ্চারণ সতর্কবাণী দেওয়া সত্ত্বেও ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার নিক্ষেপী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। ফলে রাশিয়া লক্ষ্যবস্তুতে আরও সুসংহতভাবে হামলা চালাতে পারবে।”
রাশিয়া ও ইরান সম্প্রতি একে অপরকে প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে একমত হয়েছে। এর সঙ্গে সঙ্গে পারমাণবিক ও মহাকাশ প্রযুক্তিও সরবরাহ করবে দেশ দুটি।
দীর্ঘদিন যাবৎ রাশিয়া ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেহরানের সরবরাহকৃত ড্রোন ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করার পাশাপাশি বেসামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে হামলা চালিয়ে আসছে। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
আরএস