চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যকালের মেয়াদ প্রায় শেষ। ইতোমধ্যেই নির্বাচনের আভাস পাওয়া গিয়েছে এই প্রাঙ্গণে। বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদক পদে থাকা অভিনেত্রী নিপুণ আক্তার এবারের নির্বাচনেও একই পদে প্রতিদ্বন্দিতা করবেন।
তবে চলচ্চিত্র সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার নিপুণের প্যানেলে সভাপতিত্বে থাকবেন না প্রখ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার পরিবর্তে নির্বাচনে দেখা যেতে পারে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে।
এ প্রসঙ্গে নিপুণ বলেন, গতবারের শিল্পী সমিতির নির্বাচনে আমি বলেছিলাম আমার প্যানেল থেকে অন্তত একজন জাতীয় সংসদের সদস্য হবেন। ফেরদৌস আহমেদ সেটা করে দেখিয়েছেন।
এখন আমি যদি বলি আমার প্যানেলে জাতীয় সংসদের কোনো সদস্য সভাপতি পদপ্রার্থী হবেন, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে।
শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হবেন কি না জানতে চাইলে ফেরদৌস আহমেদ সাফ জবাব দেন: ‘না’। আমি করতে পারব না। তাছাড়া এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমার আগ্রহও নেই। আমি একসঙ্গে দুই দায়িত্ব কিভাবে পালন করব। শিল্পী সমিতি নিয়ে আমার ভাবনা নেই। আমার ওপর যে বিশ্বাস-আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।
এদিকে জনপ্রিয় অভিনেতা ডিপজল অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ইতিমধ্যে তার দলও প্রস্তুত। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন ডিপজল।
প্রসঙ্গত, ২০২২-২৪ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদ নিয়ে অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী নিপুণ আক্তারের মধ্যে চলমান বিরোধ এখনও মীমাংসা হয়নি, তবে পরবর্তী নির্বাচন নিকটে চলে এসেছে।
শিল্পী সমিতির বর্তমান মেয়াদের সাধারণ সম্পাদকের পদের ঘটনা সিনেমার গল্পকেও হার মানিয়েছে, কথা যুদ্ধ তো আছেই।