বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেনকে নিয়ে গুরুতর অভিযোগ করেছেন। রনি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বক্তব্যে জানিয়েছেন যে, ইলিয়াস হোসেন তাঁকে ‘ময়লার গোলাম’ বা ‘আবর্জনার কৃতদাস’ হিসেবে উল্লেখ করেছেন।
গোলাম মাওলা রনি জানান, তাঁর নাম রাখা হয়েছিল দাদির ভাই ধলা মিয়া পীরসাহেবের পক্ষ থেকে, যার অর্থ ‘আল্লাহর গোলাম’। তিনি দাবি করেন যে, জন্মের পর থেকে এই নামের বরকত তাঁর সঙ্গে রয়েছে। রনি আল্লাহর প্রতি তাঁর বিশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং জানান যে, তিনি কখনো প্রকাশ্যে কাউকে অভিশাপ দেননি, তবে গোপনে আল্লাহর কাছে বিচার চেয়েছেন।
রনি বলেন, ইলিয়াস হোসেনের সঙ্গে তাঁর কোনো পরিচয় নেই এবং কখনো কথা হয়নি। তিনি সাংবাদিক ইলিয়াসের বক্তব্যে হতাশা প্রকাশ করেন এবং মন্তব্য করেন যে, ইলিয়াসের গীবতের ধরন দেখে তিনি খুবই অবাক হয়েছেন।
এছাড়া, গোলাম মাওলা রনি বর্তমানে বিএনপির হয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।