রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজার
অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে। ইলেকশন কমিশন আছে তারা দেখবে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার দায়িত্ব না।
আমার বিষয় হলো আমি চা শ্রমিকদের নিয়ে চিন্তা করবো। শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, চা শ্রমিকদের বেতন ভাতা যা আছে যতেষ্ট না। বাগানে চা উৎপাদনের খরচের চেয়ে অকশনে চায়ের দাম কম পাচ্ছে বাগান মালিকরা। এখন মালিকদের পকেটে যদি টাকা না থাকে তবে আমরা জোর করে বেতন ভাতা আদায় করা যাবে না। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবএ এইচ এম সফিকুজ্জামান।
উপস্থিত ছিলেন,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিদর্শক অতিরিক্ত সচিব ওমর মোঃ ইমরুল মহসিন, মহাপরিচালক শ্রম অধিদপ্তর মোঃ আবদুছ মামাদ আল আজাদ, অতিরিক্ত মহাপরিচালক শ্রম অধিদপ্তর শাহ আব্দুল তারিক,জেলা প্রসাসক মোঃ ইরাইল হোসেন,পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন,পিপিএম-সেবা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। মতবিনিময় সভায় চা শ্রমিকদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।